বেসরকারি সংস্থা থেকে ঋণগ্রাহী মহিলাদের মানসিক নির্যাতনের অভিযোগ লোন কর্মীদের বিরুদ্ধে।

0
17

নিজস্ব সংবাদদাতা, মালদা, ১২ ডিসেম্বর :-
বেসরকারি সংস্থা থেকে ঋণগ্রাহী মহিলাদের মানসিক নির্যাতনের অভিযোগ লোন কর্মীদের বিরুদ্ধে। লোনের কিস্তি নেওয়ার নাম করে দিনরাত মহিলাদের বাড়িতে পড়ে থাকা, বাড়ির জিনিসপত্র তুলে নিয়ে যাওয়ার হুমকি সহ বিভিন্ন গুরুতর অভিযোগ তুলে সরব ঋণগ্রাহী মহিলারা। তারা এই মর্মে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।লোন কর্মীদের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ বুধবার তুলে রীতিমতো বিক্ষোভ দেখান মালদার মানিকচক ব্লকের নুরপুর অঞ্চলের নিচু শ্যামলাল পাড়া এলাকার ঋণগ্রাহী মহিলারা।

ঘটনা সম্পর্কে জানা গেছে প্রায় দশ থেকে বারোটি বেসরকারি ব্যাংক সংস্থা যেমন ইসাব ব্যাঙ্ক, আরোহন কোম্পানি, গ্রামীণ শক্তি, আশীর্বাদ কোম্পানির লোন কর্মীরা নুরপুর এলাকার বেশ কিছু মহিলাদের ঋণ দিয়েছেন। তারা আসল শোধ করে দিলেও এখনো কিছুটা সুদ বাকি রয়েছে।কিন্তু সময়সীমা অতিক্রম হয়নি। তার আগেই লোন কর্মীরা সুদ তোলার জন্য মহিলাদের বিভিন্নভাবে ভীত সন্ত্রস্ত করছেন বলে অভিযোগ।এমনকি গভীর রাতেও হানা দিচ্ছেন।বাড়ির প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে চলে যাবেন বলেও হুমকি দিচ্ছেন। শেষমেষ গ্রামের প্রায় ২৫ থেকে ৩০ জন মহিলারা মানিকচক থানার দারস্ত হয়েছেন। এই মহিলারা পুলিশের কাছে নিরাপত্তার দাবি তুলেছেন। মহিলাদের দাবি আমরা সময়ের মধ্যে ঋণ পরিশোধ করে দেব।