দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ছাত্র-ছাত্রীদের মধ্যে নাটকের উৎসাহ গড়ে তুলতে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট কলেজের বাংলা বিভাগের উদ্যোগ।বালুরঘাট কলেজের বাংলা বিভাগের উদ্যোগে বালুরঘাট কলেজ প্রাঙ্গণে প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব লাকিজি গুপ্তার একক নাটক “মা মুঝে টেগোর বানা দে”। শুক্রবার অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাট কলেজের অধ্যক্ষ পঙ্কজ কুণ্ডু, বালুরঘাট কলেজের বাংলা বিভাগের অধ্যক্ষ রিপন সরকার সহ অন্যান্য অধ্যাপক ও অধ্যবিকারা। নাটকটি দেখতে প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী বালুরঘাট কলেজের প্রাঙ্গণে উপস্থিত হয়। বালুরঘাট কলেজের ছাত্র-ছাত্রীদের নাটকের অংশ করে নিয়ে লকিজি গুপ্তা তার একক প্রদর্শন নাটকটি। প্রদর্শিত করেন। বিভিন্ন আর্থিক কারণে অনেক ছাত্র-ছাত্রী তাদের পড়াশোনা মাঝপথেই ছিঁড়ে দিতে বাধ্য হয় সেই বিষয়টি এই নাটকের মধ্যে দিয়ে উঠে এসেছে। এদিনের অনুষ্ঠান ঘিরে সকলের উৎসাহ এবং উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।।
Home রাজ্য উত্তর বাংলা ছাত্র-ছাত্রীদের মধ্যে নাটকের উৎসাহ গড়ে তুলতে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট কলেজের বাংলা...