তৃণমূল নেতৃত্ব ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে পাড়ায় সমাধান কর্মসূচি অনুষ্ঠিত হলো রতুয়া দুই ব্লকের অন্তর্গত মহারাজপুর গ্রাম পঞ্চায়েতের পাইকোরটোলা গ্রামে।

0
9

নিজস্ব সংবাদদাতা, মালদা, ১৩ ডিসেম্বর:- তৃণমূল নেতৃত্ব ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে পাড়ায় সমাধান কর্মসূচি অনুষ্ঠিত হলো রতুয়া দুই ব্লকের অন্তর্গত মহারাজপুর গ্রাম পঞ্চায়েতের পাইকোরটোলা গ্রামে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সি, জেলা পরিষদ সদস্য শামসুল হক,রতুয়া ২ সভাপতি রাকিবুল হক,ব্লক সহ সভাপতি সুব্রত কর্মকার সহ তৃণমূলের নেতৃত্বরা। মানুষের বিভিন্ন সমস্যা অভিযোগ নিয়ে আলোচনা করা এবং জনপ্রতিনিধিদের সেই সমস্ত সমস্যা অভিযোগ গুলি দূর করতে বিভিন্ন নির্দেশিকা রাখেন জেলা তৃণমূল সভাপতি। পাশাপাশি সংগঠনিক দায়িত্বে থাকা নেতৃত্বদের দলের নির্দেশকে মাথায় রেখে কাজ চালানো এবং সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে বার্তা রাখেন।