বাংলাদেশের কোনো নাগরিককে আলিপুরদুয়ারের হোটেলে ঠাঁই না দেওয়ার সিদ্ধান্ত নিল আলিপুরদুয়ার জেলা হোটেল অ্যান্ড রিসোর্ট অ্যাসোশিয়েশন এবং আলিপুরদুয়ার টাউন হোটেল অনার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন।

0
11

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- বাংলাদেশের উদ্ভুত পরিস্থিতির জেরে এখন থেকে বাংলাদেশের কোনো নাগরিককে আলিপুরদুয়ারের হোটেলে ঠাঁই না দেওয়ার সিদ্ধান্ত নিল আলিপুরদুয়ার জেলা হোটেল অ্যান্ড রিসোর্ট অ্যাসোশিয়েশন এবং আলিপুরদুয়ার টাউন হোটেল অনার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন।শুক্রবার আলিপুরদুয়ারের একটি বেসরকারি হোটেলে সাংবাদিক সম্মেলন করে এই সিদ্ধান্ত কথা জানানেন সংগঠনের সদস্যরা। আলিপুরদুয়ার জেলা হোটেল এবং রিসোর্ট আ্যসোসিয়শনের সদস্যরা জানান, বাংলাদেশে যেভাবে আমাদের দেশের জাতীয় পতাকা অবমাননা করা হয়েছে আমরা সেজন্য সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশ থেকে আগত পর্যটক অথবা চিকিৎসা জনিত কারণে আসা বাংলাদেশের কোনো নাগরিককে আমাদের হোটেল ও রিসোর্টে থাকতে দেওয়া হবে না।