রবিবার থেকে বালুরঘাট স্টেডিয়ামে শুরু হচ্ছে জেলা ক্রিকেট লীগ।

0
10

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- রবিবার থেকে বালুরঘাট স্টেডিয়ামে শুরু হচ্ছে জেলা ক্রিকেট লীগ। এবারে ২২ টি দল অংশগ্রহণ করছে। এনিয়ে শনিবার রাত সাড়ে আটিটার সময় বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করলেন দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা। এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন জেলা দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সুজয় ঘোষ, ক্রিকেট সম্পাদক অরিন্দম চন্দ, প্রাক্তন জেলা সম্পাদক গৌতম গোস্বামী৷ প্রায় দুই মাস ধরে এই লীগ অনুষ্ঠিত হবে৷ আগামীকাল একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই লীগের সূচনা করা হবে।