জেলায় তিনটি আদালতে একদিনে প্রায় ২১ হাজার মামলা উঠলো লোক আদালতে, বেশিরভাগই মামলা নিষ্পত্তি হবে আশা জেলা বিচারকের।

0
17

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- স২০২৪ এর শেষ লোক আদালত হয় ১৪ই ডিসেম্বর শনিবার। পূর্ব মেদিনীপুর জেলায় মোট ব্যাংকের মামলা ১৩৩৬৭, বিএসএনএলের মামলা ৮০০ টি, সহ অন্যান্য মামলা মিলিয়ে সর্বমোট ২১ হাজার ১০টি মামলা আজকে হলদিয়া,তমলুক ও কাঁথি তিনটি আদালতে ওঠে। শনিবার সকালে তমলুক আদালতে জেলা বিচারক প্রিয়ব্রত দত্ত, পূর্ব মেদিনীপুর জেলা আইনি সহায়তা কর্তৃপক্ষের সচিব শুভজিৎ রক্ষিত, তমলুক মহাকুমা পুলিশ আধিকারিক সহ অন্যান্য আধিকারিকেরা সমস্ত মামলার বেঞ্চ পরিদর্শন করেন।

আজকে প্রায় ২১ হাজার মামলার মধ্যে বেশিরভাগ সংখ্যক মামলা নিষ্পত্তি করা হবে এমনটাই আশা করছেন পূর্ব মেদিনীপুর জেলার জেলা বিচারক প্রিয়ব্রত দত্ত।

পূর্ব মেদিনীপুর জেলা আইন সহায়তা কর্তৃপক্ষের সচিব শুভজিৎ রক্ষিত সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন আদালতে জমে থাকা মামলাগুলিকে সমাধান করে নিষ্পত্তি করার জন্য আইনী সহায়তা কর্তৃপক্ষের পক্ষ থেকে এই ধরনের লোক আদালতের ব্যবস্থা করা হয়। জেলায় তিনটি আদালতে মোট কয়টি বেঞ্চ রয়েছে এবং কত মামলা আজ নিষ্পত্তির জন্য তোলা হবে সেই পরিসংখ্যান তিনি তুলে ধরেন।