বাংলাদেশের বর্তমান যা পরিস্থিতি ঠিক একই রকম পরিস্থিতি হতে চলেছে পশ্চিমবঙ্গেও : হিরন্ময় গোস্বামী মহারাজ।

0
12

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ১৪ ডিসেম্বর:-  বাংলাদেশের বর্তমান যা পরিস্থিতি ঠিক একই রকম পরিস্থিতি হতে চলেছে পশ্চিমবঙ্গেও। শুধু বাংলাদেশে নয় পশ্চিমবঙ্গে সনাতনীরা আর শান্তিতে নেই। পশ্চিমবঙ্গেও সনাতনীরা কোন কিছু করলে পরে তাদের উপর নানা রকম ভাবে অত্যাচার করা হচ্ছে। দেওয়া হচ্ছে হুমকি। শনিবার বালুরঘাটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই মন্তব্য করলেন হিরন্ময় গোস্বামী মহারাজ। গত কয়েকদিন ধরেই তিনি বালুরঘাটে রয়েছেন। বালুরঘাটের চকভৃগু এলাকায় ভাগবত গীতাপাঠ হচ্ছে সেখানে তিনি এসেছেন। এনিয়ে এদিন বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস ক্লাবের সাংবাদিক বৈঠক করেন হিরন্ময় গোস্বামী। যেখানে তার অনুগামীরা উপস্থিত ছিলেন। তিনি বাংলাদেশের বর্তমান যা পরিস্থিতি তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, মাস চারেক আগে যখন বাংলাদেশের গণঅভ্যুত্থান হয়, তখনই তিনি আন্দাজ করতে পেরেছিলেন সনাতনীদের উপর আক্রমণ হবে। আন্দাজ সত্যি হয়েছে। ঠিক একই ঘটনা এবার সামনে এসেছে। প্রথম থেকেই আমরা বাংলাদেশের সনাতনীদের সঙ্গে রয়েছি।