রাষ্ট্রীয় মূলনিবাসী আদিবাসী মাঝি ল মহল এর ডাকে ডেপুটেশন হবিবপুর ব্লকে।

0
7

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- —-রাষ্ট্রীয় মূলনিবাসী আদিবাসী মাঝি ল মহল এর ডাকে ডেপুটেশন হবিবপুর ব্লকে।
মালদা জেলার দিকে দিকে মূলনিবাসী আদিবাসীদের উপর উন্যায়-অত্যাচার, জোর পূর্বক আদিবাসীদের জমি অধিগ্রহন,SC /OBC/ Minority সমাজের মাঝে নানান ভাবে বিভাজন, ষড়যন্ত্র পূর্বক সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর অপচেষ্টা, পুলিশী হয়রানির শিকার, মিথ্যা কেস,এছাড়াও আইহো গার্লস হাই স্কুল উচ্চতর বিদ্যালয় ছাত্রী নিবাস বন্ধ রাখা ও অভিভাবকদের হইতে মোটা অংকের টাকা আদায়, হবিবপুর IC-র দ্বারা সাংবিধানিক আর্টিকেল (১৯) অবমাননার প্রতিবাদে বি.ডি.ও অফিস, সহ মোট ছয়টি দাবিতে ডেপুটেশন তুলে দেওয়া হয় হবিবপুর ব্লকের বিডিও মনোজ কাঞ্জিলালা এর হাতে,দুপুরবেলা একটি র‍্যালির মাধ্যমে –রাষ্ট্রীয় মূলনিবাসী আদিবাসী মাঝি ল মহল এর সংগঠনের সদস্যরা হবিবপুর ব্লকের সামনে জমায়েত হয়ে আন্দোলন করতে থাকে। তাদের বিভিন্ন অভিযোগ ও দাবি-দাওয়া তুলে বক্তব্য দেন সংগঠনের নেতারা। এক ঘন্টা হবিবপুর ব্লকের সামনে জমায়েত হয়ে থাকেন।হবিবপুর থানার পক্ষ থেকে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহীনি।হবিবপুর ব্লকের বিডিও হাতে ডেপুটেশন দেওয়ার পরেই তারা ব্লকের সামনে থেকে জমায়ে সরিয়ে নাই।
এই ডেপোটেশনে নেতৃত্ব দেন সুনীল রাম হাঁসদা সহ নেতাকর্মীরা।