গোপাল পুজো, সেই উপলক্ষ্যে গোপাল ঠাকুরের মূর্তি নির্মাণের শেষ পর্যায়ের কাজ চলছে।

0
8

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- আগামী সোমবার ৩০শে অগ্রহায়ণ গোপাল পুজো। সেই উপলক্ষ্যে গোপাল ঠাকুরের মূর্তি নির্মাণের শেষ পর্যায়ের কাজ চলছে। মূর্তি তৈরি করার সঙ্গে যুক্ত কারিগরদের এখন নাওয়া খাওয়া ভোলার উপক্রম। যে করেই হোক সোমবারের মধ্যে মূর্তি তৈরি করে উদ্যোক্তাদের দিতে হবে। সেই জন্য মূর্তি তৈরির কারিগররা দিনরাত এক করে কাজ করে চলেছেন। মূর্তি তৈরির কারিগরদের মতে, এ বছর গোপাল ঠাকুরের মূর্তি করার জন্য বেশ কিছু বরাত এসেছে। মূলত এই সমস্ত বরাত গুলি এসেছে গৃহস্থদের বাড়ি থেকে। সনাতনী এই গোপাল পূজা বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুরে প্রায় প্রত্যেকটি ঘরেই হয়। আর এই গোপাল পূজাতে মাটির মূর্তি তৈরি করে সেই মূর্তিতে পূজা দেওয়া আবশ্যিক। সেই জন্য প্রত্যেক বছরই মাটির তৈরি গোপাল ঠাকুরের মূর্তির চাহিদা থাকে। তবে এ বছর মূর্তির চাহিদা আরো বেশি। কারিগরেরা মাটির গোপাল মূর্তি তৈরি করে তা পাইকারি বাজারে বেশ ভালো দামে বিক্রি করেন। পাইকারি বাজার থেকে ক্রেতারা অপেক্ষাকৃত বেশি দাম দিয়ে এই সমস্ত মূর্তিগুলি ক্রয় করেন বলে জানা গেছে। এখন দেখার মূর্তি তৈরীর কারিগরের এই সমস্ত মূর্তি গুলি তৈরি করে তা পাইকারি বাজারে ঠিকঠাক সময় দিতে পারেন কিনা?