সাত সকালেই ই ডি হানা হাওড়া ঘুসিড়িতে।

0
10

নিজস্ব সংবাদদাতা, হাওড়া :- সাত সকালেই ই ডি হানা হাওড়া ঘুসিড়িতে। মঙ্গলবার সাত সকালে বেলুড় থানার ঘুসুড়িতে ইডির হানায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । ৯০ ঘুসুড়ি গিরিশ ঘোষ রোডের একটি আবাসনে তিন – চার জন ইডির আধিকারিক তল্লাশি চালাচ্ছেন বলে জানা গিয়েছে। রাসমনি অ্যাপার্টমেন্টের চারিদিক কেন্দ্রীয় বাহিনী ঘিরে রেখেছে । ঘরের ভিতর কোন আবাসিককেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ব্যবসায়ীর নাম কৈলাস সারাফ।তিনি কয়লার ব্যবসায়ী ।
আসানসোলের কয়লা ব্যবসায়ী সঞ্জয় সুরেখা নামে এক কয়লা ব্যবসায়ীর সহযোগী হিসাবে কাজ করত কৈলাস সরাফ। কি কারনে ই ডি হানা সেই নিয়ে কৌতুহল দেখা দিয়েছে এলাকাবাসীদের মধ্যে।