নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- —মালদহে খোলা আকাশের নিচে চলছে আইসিডিএস সেন্টার। অস্বাস্থ্যকর পরিবেশে রান্না হচ্ছে শিশু এবং মায়েদের রান্না। যা নিয়ে, রীতিমতো ক্ষুব্ধ গ্রামবাসীরা। শিশুদের আইসিডিএস সেন্টারে পাঠাতে ভয় পাচ্ছেন তারা। মালদহের হবিবপুর ব্লকের আইহো অঞ্চলের অন্তর্গত বক্সি নগর ঘোষপাড়া আইসিডিএস সেন্টারের ঘটনা। এই সেন্টারের নিজস্ব কোন ঘর নেই। খোলা আকাশের নিচে ১৯ বছর ধরে হয়ে আসছে এই সেন্টার। টালি দিয়ে তৈরি ভাড়া করা রান্নাঘরে চলছে রান্না। কাট পুড়িয়ে অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যেই চলছে শিশুদের সেই রান্না। গত তিনদিন আগেই এই এলাকায় আইসিডিএস সেন্টার গুলি পরিদর্শনে এসেছিলেন জেলা শাসক। তারপরও বদলাইনি এতোটুকু ছবি বলে অভিযোগ।আইহো গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রধান জানান এ বিষয়ে আমার কাছে কোন লিখিত অভিযোগ করেনি। যদি কোন অভিযোগ জানায়নি অবশ্যই বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে আমরা আলোচনা করব। এ বিষয়ে আইহো গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি বলেন যদিও এ বিষয়টি প্রধানের দেখা উচিত কিন্তু কোন ভ্রূক্ষে নেই বাচ্চাদের খাবার নিয়ে বিষয়টি দেখা উচিত।
Home রাজ্য উত্তর বাংলা মালদহে খোলা আকাশের নিচে চলছে আইসিডিএস সেন্টার, অস্বাস্থ্যকর পরিবেশে রান্না হচ্ছে শিশু...