প্রতিবন্ধী যাত্রীদের ভাড়ায় ছাড় দেবে অটো চালকরা, এই সিদ্ধান্ত নিল আইএনটিটিইউসি হাসিমারা রেলস্টেশন অটো ইউনিয়ন।

0
10

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- প্রতিবন্ধী যাত্রীদের ভাড়ায় ছাড় দেবে অটো চালকরা। এই সিদ্ধান্ত নিল আইএনটিটিইউসি হাসিমারা রেলস্টেশন অটো ইউনিয়ন। এদিন হাসিমারা রেলস্টেশন সংলগ্ন এলাকায় আইএনটিটিইউসি হাসিমারা রেলস্টেশন অটো ইউনিয়নের এক বৈঠক হয়। এদিনের ওই বৈঠকে সিদ্ধান্ত হয় এবার থেকে হাসিমারা এলাকায় অটোতে প্রতিবন্ধী যাত্রীদের অটো ভাড়ায় ছুট দেওয়া হবে। এবিষয়ে আইএনটিটিইউসি কালচিনি ব্লক সভাপতি আনন্দ চন্দ জানান, আমরা আইএনটিটিইউসি পক্ষ থেকে সারা বছরই বিভিন্ন সামাজিক কাজকর্ম করে থাকি। আমরা জনগণের পাশে দাড়াচ্ছি। এবং প্রতিটি সামাজিক কর্মসূচিতে অটোচালকরা অংশগ্রহণ করে। এবার নতুন সিদ্ধান্ত নেওয়া হল। সেটা হলো হাসিমারা রেলস্টেশনে আগত প্রতিবন্ধী যাত্রীদের ভাড়া অর্ধেক নেওয়া হবে পাশাপাশি প্রয়োজনে প্রতিবন্ধী মানুষদের সহযোগিতা করবে অটোচালকরা তাদের ট্রেনে উঠিয়ে দেওয়া এবং প্রয়োজনে বাড়ি অবধি ছেড়ে আসবে অটো চালকরা।