বাংলা সহায়তা কেন্দ্র সময় মত আসেন না কর্মীরা, ফলে হয়রানির শিকার হচ্ছে জনগণ।

0
8

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- জনগণের সুবিধার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী চালু করেছিল বাংলা সহায়তা কেন্দ্র। আলিপুরদুয়ারের ফালাকাটাতেও রয়েছে বেশ কয়েকটি কেন্দ্র। অভিযোগ, সময় মত সেখানে আসেন না কর্মীরা, ফলে হয়রানির শিকার হচ্ছে জনগণ। তারা কাজ করতে এসে কাজ না করতে পেরে ফিরে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এদিন বাংলা সহায়তা কেন্দ্র পরিদর্শন করতে এসে এমন অভিযোগ করলেন ফালাকাটা তৃণমূল টাউন ব্লক সভাপতি শুভব্রত দে। তিনি বলেন, সকাল ১১ টা পার হয়ে গেলেও বাংলা সহায়তে কেন্দ্রে কোন কর্মী নেই। এদিকে লাইট জ্বলছে ফ্যান চলছে ঘরে। এতে বিদ্যুতের অপচয় হচ্ছে এটা কোনভাবেই মানা যায় না। আমি এই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবশ্যই জানাবো। সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ জনগণ। আমরা এটা কোনভাবেই মানবো না। এদিকে, বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীদের সাফাই তারা দেরি করে না আজকেই তাদের দেরি হয়ে গিয়েছে।