রাজ্যের কর্মসংস্থান না থাকার কারণে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকেই দায়ী করেছেন রাজ্যের একমাত্র বিরোধীদল বিজেপি, পাল্টা সাফাই তৃণমূলের তুঙ্গে রাজনৈতিক তরজা।

0
9

নিজস্ব সংবাদদাতা, মালদা:—রাজ্যে কর্মসংস্থান না থাকার কারণে রুজি রোজগারের টানে ছুটে যেতে হয় ভিন রাজ্যে। এই মুহূর্তে মালদা জেলা জুড়ে সরকারি পরিসংখ্যান অনুযায়ী মোট ২ লক্ষ ৭০ হাজার পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে কর্মরত। মালদা জেলার ১৫ টি ব্লকের মধ্যে পুরাতন মালদা ব্লকে পরিযায়ী শ্রমিকের সংখ্যা ৫ হাজার ৭২৬ জন। তার মধ্যে যাত্রাডাঙ্গা এবং মহিষবাথানি এই দুই গ্রাম পঞ্চায়েত এলাকায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা সব থেকে বেশি। কারণ একটাই এই রাজ্যে ভালো কোন কর্মসংস্থান না থাকার কারণেই ভিন রাজ্যে পাড়ি দিতে হচ্ছে এমনটা কিন্তু জানাচ্ছেন পরিযায়ী শ্রমিকের পরিবারের সদস্যরা। মহিষবাথানি গ্রাম পঞ্চায়েত এলাকা ঘুরে দেখা গেল প্রায় অধিকাংশ বাড়ির কেউ না কেউ ভিন রাজ্যে কর্মরত। পরিবারের অর্থাভাবের কারণেই ভিন রাজ্যে যেতে হয় মহিষবাথানি পঞ্চায়েত এলাকার পরিযায়ী শ্রমিকদের। কারণ দিন আনে দিন খাওয়া পরিবারে অর্থাভাব মেটানোর জন্যই পরিবারের স্ত্রী ছেলে মেয়ে ও বাবা-মাকে ছেড়ে সুদূর ভিন রাজ্যে কাজ করতে হয় বাড়ির একমাত্র রোজগারে সদস্যকে।
এদিকে রাজ্যের কর্মসংস্থান না থাকার কারণে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকেই দায়ী করেছেন রাজ্যের একমাত্র বিরোধীদল বিজেপি। পাল্টা সাফাই তৃণমূলের তুঙ্গে রাজনৈতিক তরজা।
যদিও এ বিষয়ে পুরাতন মালদা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সেঁজুতি পাল মাইতি জানান, পরিযায়ী শ্রমিকদের জন্য রাজ্য সরকার ইতিমধ্যেই বিভিন্ন প্রকল্প উদ্যোগ গ্রহণ করেছেন তার মধ্যে উৎকর্ষ বাংলা। এছাড়াও রাজ্য সরকারের কর্ম সাথী প্রকল্পে সমস্ত পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্ত করা এবং কর্মসংস্থানের দিকে নজর দেওয়ার বিশেষ উদ্যোগ গ্রহণ করা হবে রাজ্য সরকারের পক্ষ থেকে।