মালদহের গাজোলে খোলা হলো মালদহ জেলার ভাওয়াইয়া সংগীত একাডেমি।

0
9

নিজস্ব সংবাদদাতা, মালদা– আজ ১৮ ডিসেম্বর, ভাওয়াইয়া গানের প্রতিষ্ঠা দিবস।
গ্রাম বাংলা থেকে ভাওয়াইয়া গান হারিয়ে যাচ্ছে সেই দিকে নজর রেখে আজ থেকে মালদহের গাজোলে খোলা হলো মালদহ জেলার ভাওয়াইয়া সংগীত একাডেমি। গাজোল ক্ষত্রিয় রাজবংশী সমাজের পরিচালনায় বুধবার দুপুর নাগাত গাজোল বামনগোলা সংলগ্ন জাতীয় সড়কে ধারে পাশে ভাওয়াইয়া গানের অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠিত করা হয় এই একাডেমির । এই অনুষ্ঠানে মালদা জেলা থেকে একাধিক শিল্পী আসেন। উপস্থিত ছিলেন ক্ষত্রিয় রাজবংশী গাজোল ব্লক সভাপতি মনোতোষ মন্ডল, রাজবংশী ক্ষত্রিয় সমাজের মালদা জেলা সভাপতি প্রসন্ন বর্মন ,মালদা জেলা কমিটির অন্যতম সদস্য কৃষ্ণ বর্মন, অন্যান্যরা । জানা গিয়েছে, তাদের এই ক্ষত্রিয় রাজবংশী সমাজের কার্যালয়ে এই অনুষ্ঠানের পাশাপাশি একাডেমিতে সাপ্তাহিক এই ভাওয়াইয়া গানের প্রশিক্ষণ দেওয়া হয় বিনামূল্যে।