কাঠিয়ার প্যাসেঞ্জার ট্রেন থেকে প্রচুর পরিমাণে ইংরেজি মদ সমেত দুজনকে গ্রেফতার করলো রেল পুলিশ।

0
11

নিজস্ব সংবাদদাতা, মালদা–কাঠিয়ার প্যাসেঞ্জার ট্রেন থেকে প্রচুর পরিমাণে ইংরেজি মদ সমেত দুজনকে গ্রেফতার করলো রেল পুলিশ। এই ঘটনা ওল্ড মালদা স্টেশনের। পুলিশ সূত্রে জানা গেছে বৃহস্পতিবার রাতে পুরাতন মালদার কোর্ট স্টেশন থেকে কাঠিয়ার প্যাসেঞ্জার ট্রেন যাওয়ার সময় পুরাতন মালদার স্টেশনে ওই দুই যুবক বেশ কয়েকটি ব্যাগ সমেত নামে। নেমে টোটো ধরে মঙ্গলবাড়ীর উদ্দেশ্যে যাওয়ার সময় জিআরপি পুলিশের সন্দেহ হলে আটক করে তাদেরকে। ব্যাগ খুলতেই চক্ষু চরম গাছ দেখা যায় প্রচুর পরিমাণে মদের বোতল রয়েছে। ঘটনা জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছাড়াই সংশ্লিষ্ট স্টেশন চত্বরে। মুহূর্তের মধ্যেই ভিড় জমে যায় সেখানে। জানা গেছে ওই দুই যুবকের বাড়ি বিহারের পাটনা এলাকায়। তবে কি উদ্দেশ্যে সে নিয়ে যাচ্ছিল তা তদন্তে জিআরপি থানার পুলিশ। এক টোটো চালক তিনি বলেন ওই দুই যুবক ট্রেনে থেকে নেমে মঙ্গলবাড়ির উদ্দেশ্যে আমাদের টোটো ভাড়া করে। আমরা সেই ব্যাগ সমেত দুজনকে নিয়ে যাওয়ার সময় পুলিশ আমাদেরকে আটকে দেয়। আমি তখন বুঝতে পারি না, কেন আটকালো পুলিশ। তারপর ওই দুজন ও ব্যাগ নিয়ে যায় দেখে মদের বোতল রয়েছে। আমরা প্রথমে বুঝতে পারিনি আমরা ভাড়ার কথা ভেবেই চলে যাচ্ছিলাম। তারপরে পুলিশের আরো গাড়ি আসলো তাদেরকে নিয়ে গেল।
জিআরপি পুলিশ আধিকারিক তিনি বলেন আমরা দুজনকে আটক করেছি তাদের কাছ থেকে প্রচুর পরিমাণে মদ উদ্ধার হয়েছে এরা ট্রেন থেকে নেমেছিল ওল্ড মালদা স্টেশনে এদের বাড়ি বিহারে, বিহারে নিয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল জানান তিনি।