উত্তর-পূর্ব উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানান, কৃষি উন্নতি যোজনার অধীনে ‘বাম্বু মিশন’ কে অন্তর্ভুক্ত করে কেন্দ্রীয় সরকার।

0
11

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর:- ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলির সাথে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খন্ড এবং উড়িষ্যা কে আওতাভুক্ত করে শুরু করা হবে কেন্দ্রীয় সরকারের ‘বাম্বু মিশন’ প্রকল্প। এর ফলে বাঁশ দিয়ে তৈরি বিভিন্ন সামগ্রী তৈরীর প্রশিক্ষণ, বাঁশের সামগ্রী তৈরি এবং বিপণনের মাধ্যমে এলাকার আর্থিক উন্নয়ন সম্ভব হবে।

উত্তর-পূর্ব উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানান, কৃষি উন্নতি যোজনার অধীনে ‘বাম্বু মিশন’ কে অন্তর্ভুক্ত করে কেন্দ্রীয় সরকার। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে এ বিষয়ে অবগত করার পরও, কোন আগ্রহ দেখা যায়নি। রাজ্য সরকার এবিষয়ে কোনো নোডাল এজেন্সি তৈরি পর্যন্ত করেনি। অন্যদিকে উত্তর পূর্বের আসাম, ত্রিপুরা বাঁশের সামগ্রী তৈরি করে আর্থিকভাবে সফল হয়েছে, এমনকি বিদেশে রপ্তানি হচ্ছে। ফলে, কেন্দ্রীয় সরকারের মন্ত্রক থেকে যাতে বাম্বু মিশন প্রকল্পে রাজ্যে কাজ করা যায় সে বিষয়ে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান কে চিঠি লেখেন সুকান্ত মজুমদার।
সুকান্ত মজুমদার জানান, নর্থ ইস্ট কেন এন্ড বাম্বু ডেভেলপমেন্ট কাউন্সিল (NECBDC) এর মাধ্যমে নর্থ ইস্টের রাজ্য গুলোর সাথে উড়িষ্যা, ঝাড়খন্ড, বিহার এবং পশ্চিমবঙ্গ যুক্ত করার কাজ চলছে।
উত্তর-পূর্ব উন্নয়ন দপ্তরের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, কেন্দ্রীয় কৃষিমন্ত্রীকে চিঠি দেওয়ার পর, কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান চিঠি দিয়ে জানিয়েছেন, নর্থ ইস্ট কেন এন্ড বাম্বু ডেভেলপমেন্ট কাউন্সিলের নোডাল এজেন্সির মাধ্যমে পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যা ঝাড়খন্ডে বাম্বু মিশনের কাজ চলবে। এর ফলে উত্তরবঙ্গ তথা পশ্চিমবঙ্গে বাঁশের সামগ্রী তৈরীর প্রশিক্ষণ, তৈরি এবং বিপণন করে আর্থিকভাবে এলাকার উন্নয়ন হবে। বাম্বু মিশনের এই কাজ যাতে সুকান্ত মজুমদারের লোকসভা কেন্দ্র বালুরঘাট লোকসভা এলাকা থেকেই শুরু করা হয়, সে বিষয়ে কেন্দ্রীয় কৃষিমন্ত্রীকে অনুরোধ‌ও জানিয়েছেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ তথা উত্তর-পূর্ব উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।

বাইট – সুকান্ত মজুমদার, উত্তর পূর্ব উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী।