স্বনির্ভর গোষ্ঠীর নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল তৃণমূল কংগ্রেস।

0
10

নিজস্ব সংবাদদাতা, গঙ্গারামপুর: স্বনির্ভর গোষ্ঠীর নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল তৃণমূল কংগ্রেস। আর এতেই বাজি পটকা ফাটিয়ে ও আবির মেখে খুশিতে মাতলো সুকদেবপুর এলাকার তৃণমূল কংগ্রেস কর্মীরা।

জানা গেছে শুক্রবার ছিল শুকদেবপুর গ্রাম পঞ্চায়েতের স্বনির্ভর গোষ্ঠীর নির্বাচন। সে নির্বাচনে অংশগ্রহণ করে তৃণমূল কংগ্রেসের ১৭ জন সদস্য। তবে বিরোধী না থাকার কারণে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলো তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস জয়লাভের পরেই শুকদেবপুর এলাকায় বের করা হয় বিজয় মিছিল। পাশাপাশি বাজে ফটকা ফাটিয়ে এবং সবুজ আবির্ মেখে আনন্দে-ভাতে তৃণমূল কংগ্রেস কর্মীরা। এ বিষয়ে স্বনির্ভর গোষ্ঠীর সদস্য কল্পনা রায়ও শুকদেবপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি নির্মল সরকার জানান।