রক্তদান বিষয়টি যে উৎসবের পর্যায়ে যেতে পারে, এমনটাই বাস্তবে হতে চলেছে বালুরঘাটে।

0
10

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, 20 ডিসেম্বর: – রক্তদান বিষয়টি যে উৎসবের পর্যায়ে যেতে পারে। এমনটাই বাস্তবে হতে চলেছে বালুরঘাটে।শনিবার থেকে শহরের বুকে তিন দিন ধরে চলবে উত্তরবঙ্গের সর্ববৃহৎ রক্তদান উৎসব। পথের দিশা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের মাঠে এই অনুষ্ঠান হবে। যার সহযোগিতায় রয়েছে ফেডারেশন অফ ইন্ডিয়ান ব্লাড ডোনার্স অর্গানাইজেশন। এবছর তৃতীয় বর্ষে পদার্পণ করলো এই রক্তদান উৎসব। বর্তমানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

রক্তদান নিয়ে এখনও প্রচুর মানুষের মধ্যে ভীতি কাজ করে। যার ফলে অনেকেই রক্তদানে পিছিয়ে থাকেন। এমনকি থ্যালাসেমিয়া নিয়েও সচেতন নন অনেকেই। এই জেলার থ্যালাসেমিয়া একটি মেজর কারণ হিসেবে উঠে আসছে। যেখানে প্রতি মাসে ৩০০ জনের উপরে থ্যালাসেমিয়া রোগীকে রক্ত দিতে হয়। সচেতনতা সহ সমগ্র বিষয়টিকে এবার উৎসবের আঙ্গিকে নিয়ে যেতে চাইছে ওই স্বেচ্ছাসেবী সংস্থা। শনিবার থেকে সোমবার পর্যন্ত প্রতিদিন দুপুর বারোটা থেকে রাত দশটা পর্যন্ত এই উৎসব চলবে। গত বছর এই উৎসবে প্রায় ২০০ জন রক্তদান করেছিলেন। এবছর যা ৩০০ হবে বলে আশাবাদী উদ্যোক্তারা। এবছর উৎসবে মেগা রক্তদান শিবিরের পাশাপাশি থ্যালাসেমিয়া সচেতনতা শিবির ও সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। পাশাপাশি, বিভিন্ন স্কুলের ১৫ জন মেধাবী পড়ুয়াদের স্কলারশিপ দেওয়া হবে সংস্থার তরফে। এবছর উৎসবে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে রক্তযোদ্ধারা উপস্থিত হবেন। জলপাইগুড়ি, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, রায়গঞ্জ, সামসী, দীঘা, আলিপুরদুয়ার ও শিলিগুড়ি সহ একাধিক জায়গার রক্তদান আন্দোলনের সামিল বিশিষ্ট ব্যক্তিত্ব এই উৎসবে যোগ দেবেন।

উদ্যোক্তাদের তরফে সৌরভ রায় জানান, ‘রক্তদান যে একটি আনন্দদায়ক জিনিস সেটাকে উৎসবের মাধ্যমে তুলে ধরতে চাইছি। বিগত দুই বছরে এই উৎসব আয়োজন করে সফলতা পেয়েছি। মানুষের মধ্যে রক্তদানের ভয় কাটানোর চেষ্টা চালাচ্ছি। অনেকেই এখন রক্তদানে এগিয়ে আসছেন। রক্ত নিয়ে হাহাকারের অন্যতম কারণ থ্যালাসেমিয়া। সেই দিকে আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীসহ রাজ্যের বিভিন্ন প্রান্তের বিশিষ্টজনরা ইতিমধ্যেই শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছেন।’