দাঁড়িয়ে থাকা সাইকেলকে ধাক্কা বেপরোয়া মাছের গাড়ির,প্রতিবাদ করতে গেলে মারধরের অভিযোগ এবং প্রাণে মেরে ফেলার হুমকি,অবরোধ স্থানীয়দের,চাঞ্চল্য পাঁশকুড়ার পুরুষোত্তমপুরে ।

0
10

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দাঁড়িয়ে থাকা সাইকেলকে ধাক্কা বেপরোয়া মাছের গাড়ির, প্রতিবাদ করতে গেলে মারধোরের পাশাপাশি প্রানে মেরে ফেলার হুমকি গাড়ির চালকসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে, ঘটনায় রাস্তা অবরোধ করে স্থানীয় ব্যবসায়ীরা,ঘটনাকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়ালো পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া তমলুক রাজ্য সড়কের পুরুষোত্তমপুর এলাকায়, স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ দাঁড়িয়ে থাকা একটি সাইকেলকে বেপরোয়া ভাবে ধাক্কা মারে মাছের গাড়ি, তার প্রতিবাদ করতে গেলে চালক এবং খালাসিসহ বেশ কয়েকজন মারধর করে বলে অভিযোগ, এরপর উত্তেজনা সৃষ্টি হলে স্থানীয়রা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পাঁশকুড়া থানার পুলিশ এলে পুলিশকে ঘিরে রীতিমতো বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় ব্যবসায়ী ও মানুষজন, তাদের দাবি অবিলম্বে ওই গাড়ির চালক এবং খালাসীকে গ্রেফতার করতে হবে, তবে পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।