বড়দিনের আগেই মেডিকেল কলেজের সেলিব্রেশন হল ‘বড়দিন কার্নিভালের’, আনন্দে মাতলো মেডিকেল কলেজের ছাত্র ছাত্রীরা।

0
10

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরে অবস্থিত তাম্রলিপ্ত গভমেন্ট মেডিকেল কলেজ। এই কলেজে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রীরা পড়াশুনো করতে আসে। ফলে দীর্ঘদিন বাড়ি না ফেরায় সেভাবে কোন অনুষ্ঠানে আনন্দ করতে পারে না তারা। তাই ডিসেম্বরে বড়দিনের আগেই তাম্রলিপ্ত মেডিকেল কলেজের ক্যাম্পাসের মধ্যে আয়োজন করে বড়দিন কার্নিভালের। কেক কেটে উদ্বোধন করে কলেজের প্রিন্সিপাল ডক্টর শর্মিলা মল্লিক। অনুষ্ঠানের উদ্যোক্তাদের নিজের হাতে কেক খাওয়ান কলেজের প্রিন্সিপাল। ছাত্র-ছাত্রীদের একটি নাটক, নৃত্য সহ নানান অনুষ্ঠান ও খাওয়ারের স্টলের আয়োজন করা হয়।

পড়াশোনার ব্যস্ততার পাশাপাশি এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রছাত্রীররা রিফ্রেশমেন্ট এর ব্যবস্থা করেছে, এর ফলে নিজেদের শারীরিক ও মানসিক দিক থেকে উন্নতি হবে। এর আগে কলেজের মধ্যে প্রোগ্রাম হলেও এই প্রথম হলের বাইরে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, এবং এমন জায়গায় প্রোগ্রাম করা হয়েছে যাতে রোগীদের কোন সমস্যা হবে না এমনটাই জানেন কলেজের প্রিন্সিপাল ডক্টর শর্মিলা মল্লিক।

পড়াশোনার পাশাপাশি এই ধরনের বড়দিন কার্নিভাল অনুষ্ঠান করতে পেরে এবং সবাই মিলে একসাথে আনন্দ হবে তাই খুশি কলেজের সমস্ত ছাত্রছাত্রীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here