পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরকে যানজট মুক্ত এবং সুষ্ঠু পরিবহন পরিষেবা দিতে অবৈধ ও বেআইনি টোটো বন্ধের দাবিতে তমলুক শহর টোটো চালক ইউনিয়নের পক্ষ থেকে পদযাত্রা ও ডেপুটেশনের কর্মসূচি ছিল । সেই মতো তমলুকের হাসপাতাল মোড় থেকে প্রায় কয়েকশো টোটো চালক মিছিল করে তমলুক শহর পরিক্রমার মাধ্যমে তাম্রলিপ্ত পৌরসভায় ডেপুটেশন দেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন তমলুক সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা তমলুক শহর টোটো চালক ইউনিয়নের সভাপতি চঞ্চল খাড়া, আইএমটিটিইউসি র নেতা চন্দন দে, সহ অন্যান্য নেতৃত্বরা। ডেপুটেশনের পাশাপাশি পৌরসভার সামনে বক্তব্য রাখতে গিয়ে এক তৃণমূল নেতা দেবরুপ মিদ্যা তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান তথা তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক দীপেন্দ্র নারায়ণ রায়’কে কটাক্ষ করে বলেন আপনাকে চেয়ারম্যান করা হয়েছে মেলা খেলা করার জন্য নয়, দরকার হলে আপনাকে রাস্তায় দাঁড়িয়ে বাইরের যে টোটো আসে সেগুলি ঢোকা বন্ধ করতে হবে। যদিও এই বিষয়ে চেয়ারম্যান দিপেন্দ্র নারায়ণ রায় বলেন এই সমস্ত লোকেরা আগে অন্য দল করতেন এখন সুযোগ বুঝে রুলিং পার্টির মধ্যে ঢুকে পড়েছেন এবং তারাই বেশি বড় বড় কথা বলছেন।
এই বিষয়ে বিজেপি তমলুক নগর মন্ডলের সভাপতি সুকান্ত চৌধুরী বলেন তৃণমূলের কাউন্সিলরাই তৃণমূলের চেয়ারম্যানের কাছে ডেপুটেশন দিচ্ছে আবার চেয়ারম্যান কে গালাগালি দিচ্ছে এর থেকে সাধারণ মানুষ বুঝতে পারছে তৃণমূল দলটা শেষের দিকে এগোচ্ছে।