নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ফের লোকালয়ে তাণ্ডব চালাল হাতি। ক্ষতিগ্রস্ত হল তিনটি পরিবার। ফালাকাটা ব্লকের বেংকান্দি গ্রামে ঘটনাটি ঘটে। বৃহস্পতিবার গভীর রাতে দলগাঁয়ের জঙ্গল থেকে বেংকান্দি এলাকায় চারটি হাতি এসে স্থানীয় দেবোপম রায়ের কয়েকটি কলাগাছ ও সুপারি গাছ ভেঙে ফেলে। এরপর হাতি গুলি ধীরাজ রায় নামে এক ব্যক্তির বাড়িতে গিয়ে রান্নাঘর ভেঙে তছনছ করে। এরপর উপেন রায়ের বাড়িতে গিয়ে তান্ডব চালায় হাতি। প্রায় দেড় বিঘা জমির মজুত রাখা ধানের গোলা থেকে ধান খেয়ে চম্পট দেয়। পরে স্থানীয়দের চিৎকারে হাতি গুলি সেখান থেকে চলে যায়। ঘটনায় যাবতীয় ক্ষতিপূরণ সহ এলাকায় ধারাবাহিক টহলদারির দাবি জানিয়েছেন স্থানীয়রা। বন দপ্তর সূত্রে খবর, আবেদনের পরিপ্রেক্ষিতে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া হবে।