জঙ্গলমহল বাগমুড়ি গ্রামে শবর সম্প্রদায়ের জন্য উদ্যানপালন প্রশিক্ষণ ও বীজ বিতরণ শিবির।

0
9

ঝাড়গ্রাম, নিজস্ব সংবাদদাতাঃ- রেশমি গ্রুপ, ঝাড়গ্রাম জেলা উদ্যানপালন বিভাগ,কৃষি বিভাগ এবং জেলা গ্রামীণ উন্নয়ন বিভাগ (DRDC) যৌথভাবে ঝাড়গ্রামের বাগমুড়ি গ্রামে উদ্যানপালন প্রশিক্ষণ ও বীজ বিতরণ শিবিরের আয়োজন করে। লোধা ও শবর সম্প্রদায়ের সবচেয়ে পিছিয়ে পরা পরিবারগুলির জীবিকা উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত এই শিবিরে মোট ৫০ জন অংশগ্রহণ করেন। মূলত সবুজানকে ধরে রাখতে এবং পৃথিবীর ভারসাম্যতা রক্ষার্থে এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে জেলা প্রশাসনিক দপ্তর থেকে জানা গিয়েছে, আগামী দিনেও এই ধরনের কর্মসূচি নেয়া হবে বলেও জানা গিয়েছে জেলা প্রশাসন সূত্রে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here