তেমাথানি বাজারে ভারত যাকাত মাঝি পরগনা মহল সবং মুলক ও পিংলা ইউনিটের যৌথ উদ্যোগে সাঁওতালি ভাষা দিবস উদযাপন ।

0
9

পঃ মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকে তেমাথানি বাজারে ভারত যাকাত মাঝি পরগনা মহল সবং মুলক ও পিংলা ইউনিটের যৌথ উদ্যোগে সাঁওতালি ভাষা দিবস উদযাপন হয়। আজকের দিনে সাঁওতালি ভাষা সংবিধানে অষ্টম সিডিউলে স্বীকৃতি পেয়েছিল যুক্ত হয়েছিল ২০০৩ সালে পন্ডিত রঘুনাথ মুরমু অলচিকি হরফের ভাষা দীর্ঘদিন আদিবাসী ভাই বোনেরা বুদ্ধিজীবী মানুষেরা সংগ্রাম ফল। দাবী করেছিলেন অল চিকি হরফ ও সাঁওতালি ভাষা কে স্বীকৃতি দিতে হবে ।আজকেৱ দিনে বিজেপি স্বরাষ্ট্রমন্ত্রী লোকসভায় দাঁড়িয়ে যখন সংবিধান রচয়িতা কে অপমান করে অসম্মান করে আদিবাসী ভাই বোনের অনুরোধ করা হয় এই মঞ্চ থেকে গর্জে উঠুন বাংলা মুখ্যমন্ত্রী সঙ্গে গলা মিলিয়ে বলুন বাবা সাহেব আম্বেদকারকে আসম্মান করা যায় না যাবে না অসম্মান করলে সমস্ত আদিবাসী এক হয়ে লড়াই করবে । আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আদিবাসী ভাই বোনেদের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল এবং সহানুভূতির সঙ্গে তাদের দাবি-দাওয়া তাদের জীবন জীবিকাকে শ্রদ্ধা করেন বলে সংগঠনের তরফে জানানো হয়েছে। সেই মোতাবেক পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্লকে যেখানে যেখানে আদিবাসীদের জনবসতি বেশি সেই জায়গায় সাঁওতালি ভাষায় অলচিকি হরফে শিক্ষাপ্রতিষ্ঠান ইতিমধ্যে গড়ে উঠেছে। আরও এগোবে একই সঙ্গে সাঁওতালি পরিবারের ছেলে মেয়েরা যাতে উচ্চশিক্ষার সুযোগ পায় তার সব রকম ব্যবস্থা তিনি গ্রহণ করেছেন ইতিমধ্যে বিভিন্ন একলব্য স্কুলে পড়াশোনার ব্যবস্থা করেছেন এবং তা আস্তে আস্তে করে এগিয়ে চলেছে জেলা ঘাটাল এবং ইতিমধ্যে সরকারের খরচে আদিবাসীদের বিদ্যালয় গড়ে উঠেছে। বিভিন্ন কলেজে অল চিকি ভাষায় ছাত্র-ছাত্রীদের পড়ানো ব্যবস্থা করা হয়েছে। এবং বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় উচ্চ শিক্ষার জন্য সাঁওতালি ভাষায় পড়াশোনার ব্যবস্থা করা হয়েছে। আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন আদিবাসীদের বসবাসের জমিগুলোকে রেকর্ডভুক্ত করতে হবে এবং এবং তাদের ন্যায্য দাবি জমির পাট্টা এবং রেকর্ড করে দিতে হবে। একই সঙ্গে তাদের পুজোর স্থান জাহেদ খান তৈরি করতে হবে এবং তার পার্টটাও রেকর্ডের ব্যবস্থা করে দিতে হবে সঙ্গে নির্দেশ যে আদিবাসী ছেলে মেয়েরা পুলিশ ও প্রশাসনে ডব্লুবিসিএস wbp আইএস এবং আইপিএস হতে চান তাদের স্পেশাল ট্রেনিং সেন্টার ও তৈরি করে দিয়েছেন। বাংলার বাড়ির ক্ষেত্রে ক্ষেত্রেও তারা সুযোগ-সুবিধা পাচ্ছেন বৃদ্ধ-বৃদ্ধারা জয় জোহার পেনশন পাচ্ছেন। স্বাস্থ্য সাথী কারে প্রতিটি পরিবারে পাঁচ জন বিনা পয়সার চিকিৎসার সুযোগ পাচ্ছেন মাননীয়া মুখ্যমন্ত্রীর সবং ব্লকে বেনেদিঘিতে আদিবাসী সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তুলেছেন আদিবাসী সমাজে ছেলেমেয়েরা ফুটবল ক্রিকেট এবং বিভিন্ন খেলাধুলার যদি এগোতে চান তাদেরও বন্দোবস্ত করছেন তিনি। এক কথায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আদিবাসী সমাজের পন্ডিত রঘুনাথ মুরমু পন্ডিত রামচান মুরমু সিধু কানু বিরসা মুন্ডা ভীষণভাবে শ্রদ্ধা জ্ঞাপন করেন ইতিমধ্যে পুরুলিয়াতে সিধু কানু নামে বিশ্ববিদ্যালয় করে দিয়েছেন ঝাড়ে গ্রামে পন্ডিত রামচাঁদ মুনমুন নামে বিশ্ববিদ্যালয় তৈরি করেছেন তাই এই প্রেক্ষাপটে প্রেক্ষাপটে আজকের সবং-এর ভারত যাকাত মাঝির মহলে মঞ্চে দাঁড়িয়ে সবং-এর ভূমিপুত্র পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় সম্মানীয় মন্ত্রী ডাক্তার মানুষ ভুইয়া স্লোগান তুলেন ফাইট ফর আদিবাসী ফাইট ফর সবং পিংলা ফাইট ফর মেদিনীপুর, ফাইট ফর বাংলা, আদিবাসীদের কাছে অনুরোধ করেন আপনারা সবাই সরকারের সঙ্গে থাকুন এবং বাংলার সম্মানীয়া মুখ্যমন্ত্রী হাত শক্ত করুন বাংলার উন্নয়নে আপনারাও শামিল হন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত যাকাত মাঝি পরগনার নেতা সনাতন হেমরম, বিশ্বনাথ হেমরম, মানিক হাসদা, স্বপন সরেন, জেলা পরিষদের কর্মাদক্ষ শ্রীমতি শান্তি টুডু, জেলা পরিষদ কর্মাধ্যক্ষ আবু কালাম বক্স, প্রাক্তন বিধায়ক শ্রীমতি গীতা ভূঁইয়া, বিধায়ক প্রতিনিধি বাদল বেৱা, অন্যান্য বহু আদিবাসী শিক্ষক অধ্যাপিকা গণ নেতৃবৃন্দ বহু ব্লক থেকে উপস্থিত হয়েছিলেন, সম্মানীয় মন্ত্রীর ডাক্তার মানস ভূঁইয়া মঞ্চে ঘোষণা করেন ভারত জাকাত মাঝি পরগনা মহলে সাংস্কৃতিক উন্নয়নের জন্য নিজস্ব তহবিল থেকে দু লাখ টাকা, তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা করে দেবেন সেখান থেকে প্ৰতি বছর বিভিন্ন অনুষ্ঠানে সেই টাকা খরচা করবেন।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here