দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- আজকে বালুরঘাটের পাশেই খিদিরপুরে দেখা মিলল ভারতবর্ষেই বিরল পাখি গ্রেট বিটার্নের।
খিদিরপুরে পলান ঘোষ যাদব ঘোষের জমিতে এই পাখিটিকে তারা সকালে মাঠের কাজ করতে গিয়ে দেখেন। তারপর স্থানীয় অধিবাসী অশোক দাস যোগাযোগ করেন। দিশারী সংকল্পের পক্ষ থেকে বনদপ্তরের সঙ্গে যোগাযোগ করা হয়। কিছুক্ষণ পরে বন দপ্তর পাখিটিকে নিয়ে আসে।
ইউরেশিয়ান বিটার্নেরই আরেক ধরনের পাখি এই গ্রেট বিটার্ন। এরা মূলত পরিযায়ী প্রকৃতির। হয়তো পরি যান করছিল সেই সময়ই কোনভাবে, অসুস্থতা হোক অন্য কারণে মাটিতে পড়ে যায়। কোন সেখান থেকে তাকে উদ্ধার করে পালান ঘোষ, যাদব ঘোষেরা।
মূলত শীতকালে ওরা পরিযান করে। ভারতবর্ষেই এই ধরনের পাখি বিরল বলে জানা যায় ।
পাখি প্রেমি তুহিন শুভ্র মন্ডল জানান বনদপ্তর নিয়ে আসার পর তাকে খাবার হিসেবে মাছ দেওয়া হয়েছে।
বিরল এই পাখিটিকে দেখতে গঙ্গারামপুর থেকে এসেছিলেন পাখি প্রেমী চন্দন পান্ডে।
Home রাজ্য উত্তর বাংলা আজকে বালুরঘাটের পাশেই খিদিরপুরে দেখা মিলল ভারতবর্ষেই বিরল পাখি গ্রেট বিটার্নের।