নিজস্ব সংবাদদাতা: বালুরঘাট, ১৭ ডিসেম্বর – ভারত ও প্রতিবেশী দেশের সংখ্যালঘুদের সুরক্ষার দাবিতে এবং আর জি করের ঘটনা সহ রাজ্যের বিভিন্ন দূর্নীতিতে সি বি আই এর ব্যার্থতার প্রতিবাদে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে বিক্ষোভ মিছিল করলো সরকারি কর্মচারী সমিতি সহ ১২ জুলাই কমিটি। মঙ্গলবার বিকেলে বালুরঘাট প্রশাসনিক ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়।বিক্ষোভ মিছিল চলাকালীন ১২ জুলাই কমিটির নেতৃত্ব অচিন্ত মন্ডল বলেন সম্প্রতি প্রতিবেশী দেশের অস্থির অবস্থায় সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছে এবং আমাদের দেশের সংখ্যালঘুরাও বিভিন্ন রাজ্যে আক্রান্ত হচ্ছে। আমরা এই ব্যাপারে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তিনি বলেন আর জি করের নৃশংস ঘটনায় তদন্তকারি সি বি আই এর চার্শিট পেশের ভূমিকায় আমারা হতাশ। তিনি বলেন তিলোত্তমার সঠিক বিচার যতদিন না হবে আমরা সরকারি কর্মচারী সহ শ্রমিকরা রাস্তায় থেকে আন্দোলন করবো। তিনি বলেন দেশের বিভিন্ন রাজ্যে সরকারি কর্মচারীদের আন্দোলনকে বন্ধ করতে যে এস মা জারি হয়েছে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা। এদিন নেতৃত্বগন রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতির তদন্তেও সি বি আই র ভূমিকা নিয়ে তীব্র প্রতিবাদ জানান। এদিন বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ১২ জুলাইয়ের যুগ্ম আহবায়ক অচিন্ত মন্ডল, কমলেন্দু বসাক, গনেশ ঠাকুর প্রমুখ ।
Home রাজ্য উত্তর বাংলা রাজ্যের বিভিন্ন দূর্নীতিতে সি বি আই এর ব্যার্থতার প্রতিবাদে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে...