ভয়াবহ অগ্নিকান্ডে পুরে ছায়, ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত হল ছয়-ছয়টি পরিযায়ী শ্রমিকের পরিবার।

0
9

নিজস্ব সংবাদদাতা, মালদা:–-ভয়াবহ অগ্নিকান্ডে পুরে ছায়।ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত হল ছয়-ছয়টি পরিযায়ী শ্রমিকের পরিবার। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মালদার রতুয়া-১নং ব্লকের মহানন্দাটোলা অঞ্চলের বাণীকান্তটোলার বলরামপুর খাটিটোলা এলাকায়। জানা গেছে, খাটিটোলার বাসীন্দা পেশায় পরিযায়ী শ্রমিক গৌতম মন্ডলের বাড়িতে হঠাৎ করে আগুন লাগে।সেই অগ্নিকাণ্ডের প্রায় ছয়টি বাড়ি অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা কিছু বুঝে ওঠার আগেই দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। আগুনের লেলিহান শিখা লক্ষ্য করে পরিবারের সদস্যরা পড়িমড়ি করে বাড়ির বাইরে এসে কোনরকমে প্রাণ বাঁচান। তবে প্রাণ বাঁচলেও বিধ্বংসী আগুন ছড়িয়ে পড়ে গৌতম মন্ডলের ভাই আদিত্য মন্ডল সহ প্রতিবেশি চার পরিযায়ী শ্রমিকের বাড়িতে। দেখতে দেখতে আগুনের লেলিহান শিখা ছয়টি পরিবারের সমস্ত কিছু গ্রাস করে নেয়। ছয়-ছয়টি পরিবারের ঘরবাড়ি, আসবাবপত্র, পোশাক-পরিচ্ছদ, ঘরে মজুত দানাশস্য, নগদ টাকাকড়ি সমস্ত কিছুই পুড়ে ছাই হয়ে যায়।অগ্নিকান্ডের ঘটনা নজরে আসার পরপরই স্থানীয়রা চাঁচল দমকল কেন্দ্র খবর দেন। খবর পাওয়ার ঘন্টা দুয়েক পর দমকলের একটি ইঞ্জিন গ্রামে এসে পৌঁছায়। কিন্তু ততক্ষণে গ্রামবাসীরাই আগুন নিভিয়ে ফেলেন। ফলে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দমকলের ইঞ্জিন ফিরে যায়। ঘটনায় ক্ষতিগ্রস্তরা জানান, তারা অগ্নিকান্ডে সর্বস্বান্ত হয়ে খোলা আকাশের নিচে রাত কাটিয়েছেন। কিন্তু এখনও পর্যন্ত প্রশাসনের তরফে কোন সাহায্য-সহযোগিতা মেলেনি। তাই সাহায্যের করুণ আবেদন জানাচ্ছেন। সেই সঙ্গে ক্ষতিগ্রস্তরা রতুয়ায় দমকল কেন্দ্র গড়ে তোলার জোরালো দাবী জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here