ছাতনা চন্ডীদাস বিদ্যাপীঠের শ্রেণিকক্ষে চন্দ্রবোড়া সাপ।

0
10

বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা:-  বাঁকুড়ার ছাতনা চন্ডীদাস বিদ্যালয়ে বের হল চন্দ্রবোড়া। যা নিয়ে ছাত্রছাত্রী ও শিক্ষকদের মধ্যে তুমুল চাঞ্চল্য ছড়ালো। বিদ্যালয়ের শ্রেণিকক্ষের ভিতরে কিভাবে এই বিষধর সাপ ঢুকলো তা সঠিক বলতে পারছে না কেউই।

আজ সকাল নাগাদ ছাতনা চন্ডিদাস বিদ্যালয়ে চলছিল একাদশ শ্রেণীর ক্লাস। একাদশ শ্রেণির এক পড়ুয়ার নজরে আসে বিদ্যালয়ের ৫ নাম্বার শ্রেণিকক্ষের এক কোনে রয়েছে এই চন্দ্রবোড়া সাপটি। প্রধান শিক্ষকের বিষয়টি নজরে আসার পর জানানো হয় ছাতনা বিট অফিসে। বনকর্মীরা এসে বিষধর সাপটিকে উদ্ধার করে এবং জঙ্গল এলাকায় ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছেন ছাতনা বিট অফিসার সৌরভ কর।

এ প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্যাসদেব চক্রবর্তী জানান, ‘কি করে সাপ ঢুকলো তা বুঝতে পারছি না, স্কুলের এমন পরিস্থিতি নয় যে সাপ বেরোবে, ফরেস্টে খবর দেওয়ার পর তারা উদ্ধার করে নিয়ে গেছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here