দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বিশ্বনাথপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় ও প্রথম এডুকেশন ফাউন্ডেশন সংস্থা- এর উদ্যোগে 3রা জানুয়ারি শুক্রবার বিদ্যালয় প্রস্তুতিকরন মেলার আয়োজন করা হয়। কুমারগঞ্জ ব্লকের ২৫ টি গ্রামে বিদ্যালয় প্রস্তুতিকরণ মেলার আয়োজন করা হয়।এই মেলায় প্রাক প্রাথমিক ও প্রথম শ্রেণীর শিশুদেরকে খেলার ছলে মূল্যায়ন করা হয় । এই শিশুদের সার্বিক বিকাশের লক্ষ্যে পাঁচটি বিকাশের উপর মূল্যায়ন করা হয় শারীরিক, বৌদ্ধিক, সামাজিক, ভাষা ও গাণিতিক বিকাশের উপর মূল্যায়ন করে রিপোর্ট কার্ড শিশুর মায়ের হাতে তুলে দেওয়া হয়, সেই সাথে শিশুদের আরও কি কি বিকাশ হওয়া প্রয়োজন তা নিয়ে বিশদ আলোচনা করা হয়। এই মেলা করার উদ্দেশ্য এটাই যে শিশুর ভিতকে মজবুত ও স্কুল মুখী করা সাথে অভিভাবকদের সচেতন করা। এদিনের বিদ্যালয় প্রস্তুতি করন মেলাকে সমগ্র শিক্ষা মহল সাধুবাদ জানিয়েছেন। অভিভাবক মন্ডলী জানিয়েছেন এইরকম মেলা করা অত্যন্ত জরুরী শিশুর মনকে মুক্ত করতে ও শিক্ষার প্রতি আগ্রহী করতে। এদিনের বিদ্যালয় প্রস্তুতিকরুন মেলায় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষিকা জয়ন্তী রায় সহ-শিক্ষক প্রদীপ কুমার দাশ তরুণ কুমার ঘোষ গৌতম সরকার অলক তালুকদার অনুরাধা পাল পলি বসাক ও প্রথম এডুকেশন ফাউন্ডেশন এর দেবব্রত সরকার, সজল ঘোষ, মনোহর কুমার, মিজানুর রহমান, সুব্রত পাল, দেবব্রত বসাক, গোলাপী কর্মকার, লক্ষ্মী কর্মকার উপস্থিত ছিলেন এ দিনের মেলায়।
বিশ্বনাথপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় ও প্রথম এডুকেশন ফাউন্ডেশন সংস্থা- এর উদ্যোগে বিদ্যালয় প্রস্তুতিকরন মেলার আয়োজন করা হয়।

Leave a Reply