আয়ের উৎস বাড়াতে বীমা পরিকল্পনায় জোড় দিল ডাক বিভাগের বালুরঘাট ডিভিশন।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:-  আয়ের উৎস বাড়াতে বীমা পরিকল্পনায় জোড় দিল ডাক বিভাগের বালুরঘাট ডিভিশন। সাধারণ বিজ্ঞাপনে নয়, সরকারি বেসরকারি মেলা ও অনুষ্টানে স্টল দিয়েই প্রচারে গুরুত্ব কেন্দ্রীয় এই বিভাগের। এক্সপো থেকে বইমেলা ও সবলার মত মেলাতে দেওয়া হচ্ছে স্টল। বালুরঘাট ডিভিশনের ডাক বিভাগের তরফে জানানো হয়েছে পিএলআই এবং আরপিএলআই এই দুটি বীমা যোজনার মধ্যে প্রথমটি সকলের জন্য। দ্বিতীয়টি শুরুমাত্র গ্রামীন এলাকার মানুষের জন্য। গত সেপ্টেম্বর মাস পর্যন্ত পিএলআই- এ উত্তরবঙ্গে প্রথম এবং আরপিএলআইএ উত্তরবঙ্গে দ্বিতীয় স্থান পেয়েছে বালুরঘাট ডিভিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *