৭০ বছর ধড়ে পড়ে আসা পড়ুয়াদের নিয়ে একত্রে মহা-পূনর্মিলনের উৎসব।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার :- ৭০ বছর ধড়ে পড়ে আসা পড়ুয়াদের নিয়ে একত্রে মহা-পূনর্মিলনের উৎসব। আগামী ১১-ই জানুয়ারি এমন অভিনব উদ্যোগে সামিল হবেন আলিপুরদুয়ার জংশন রেলওয়ে হায়ার সেকেন্ডারি স্কুলের পড়ুয়া থেকে শিক্ষিক মহল।

স্কুল প্রতিষ্ঠার ১৯৫৩ সাল থেকে ২০২৪ পর্যন্ত। এই ৭০ বছড়ে বহু কৃতি ছাত্র-ছাত্রী তাদের জীবনের মূল্যবান শৈশব-কৈশরের শিক্ষালাভ করেছেন এই স্কুল থেকেই। সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়ে আজ কেউ কর্মক্ষেত্রে, কেউবা অবসরপ্রাপ্ত। তাদের মধ্যেই অনেকে দেশ পেড়িয়ে ইউরোপ, আমেরিকার মতো ভীনদেশেও প্রতিষ্ঠিত হয়ে গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করছেন। অথচ, শৈশব-কৈশরের শিক্ষালাভের সেই বিদ্যামন্দির থেকে একেবারেই বিচ্ছিন্ন। জীবন-যুদ্ধের মাঝে পড়ে হারিয়ে ফেলেছেন শৈশব-কৈশরের স্মৃতি বিজরিত দিনগুলো, হারিয়ে ফেলেছেন সেই ছোটো বেলার স্নিগ্ধ বন্ধুত্বের সাথীকে। আর সেই ফেলে আসা দিনগুলিকেই জীবনের শেষ সন্ধিক্ষনে একটিবার ফিরে পাবার তাগিদেই মহা-পূনর্মিলন উৎসবের উদ্যোগ।

গোটা বছর ধড়েই সোশাল মিডিয়া থেকে শুরু করে নথি ঘেটে শুরু হয়েছে পড়ুয়াদের তালিকা খোজার কাজ। কখনও ভিডিও কনফারেন্সে, কখনও ফিজিক্যালি বৈঠকে তৈরি হয়েছে পরিকল্পনা। প্রস্তুতিও শেষ পর্বে। ভীন দেশ, ভীন রাজ্য থেকে আসাতে চলেছেন বহু প্রাক্তনী।

জানা গিয়েছে, ১১-ই জানুয়ারি বিশেষ পোশাকে প্রাক্তনি পড়ুয়া থেকে শিক্ষকগনের উপস্থিতিতে প্রভাতফেরীর মাধ্যমে শুরু হবে অনুষ্ঠান। থাকবে সম্বর্ধনা, অভিজ্ঞতা ও স্মৃতি বিষয়ক আলোচনা, প্রাক্তনি পড়ুয়া থেকে প্রাক্তন শিক্ষকদের নিয়ে সাংষ্কৃতিক অনুষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *