হারিয়ে গেছে যে অতীত বারংবার আসে
আঘাত করবার জন্য।
আজ এতোটাই নিঃস্ব পরিমাপ করে দেখি,
শ্বাস গ্রহণ ও ত্যাগ করতে করতে হয়তো একদিন নিঃশেষ হবো-
মিলিত কন্ঠের আওয়াজ প্রাণনাশ করছে।
সূক্ষ্ম কিছু নাড়ি এখনো জেগে আছে ওদের ঘুম নেই-
ওরা শোকপ্রকাশ করে অশ্রুবিন্দুতে।
দিগন্ত, দূর অনেক দূর পর্যন্ত বিস্তৃত তমসা নতশিরে।
মন্দিরে কারা যেন প্রত্যহ বাজায় মন্দিরা।
হৃদয়বাসনা অনেক পূর্ণতা পেলো না শুধুই ব্যাঘাত।
উচ্চৈঃস্বরে পরমাত্মার কাছে প্রকাশ করা।
উৎকণ্ঠিত মন্থর গতিতে চলে জনশূন্য দেবালয়ে।
অতীত :: রাণু সরকার।।

Leave a Reply