নিজস্ব সংবাদদাতা, মালদাঃ—–বামনগোলা বিডিও ও বামনগোলা আইসি অনুপ্রেরণায়,পাকুয়াহাট ব্যবসায়ী সমিতি ও বামনগোলা কন্টাক্টার অ্যাসোসিয়েশন সহযোগিতায়।পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনে বামনগোলা ব্লক কমিটির পক্ষ থেকে দুস্থ মানুষদের কম্বল বিতরণ পাকুয়াহাট সুকান্তপুর বাজার বাসস্ট্যান্ডে এলাকায় এই সম্মেলনে অনুষ্ঠিত হয়, উপস্থিত ছিলেন বামনগোলা ব্লকের বিডিও মনোজিৎ রায়, বামনগোলা থানার আইসি তরুণ কুমার রায়,মালদা জেলা পরিষদের মেম্বার অশোক সরকার সহ বিশিষ্ট ব্যাক্তি বর্গরা।এদিন ৫০ জন প্রতিবন্ধী ব্যক্তির মধ্যে কম্বল বিতরণ করা হয়।
Leave a Reply