নিজস্ব সংবাদদাতা, মালদা—বিদ্যালয়ে পাঁচ-পাঁচজন শিক্ষক। অথচ বেলা ১১টা পর্যন্ত বিদ্যালয়ে দেখা মিলল না একজনও শিক্ষকের। ফলে বিদ্যালয়ের তালাবন্ধ গেটের বাইরে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে বিদ্যালয় খোলার জন্য অপেক্ষা করতে দেখা গেল বিদ্যালয়ের কচিকাঁচাদের। বুধবার এমনটাই ছবি নজরে এল মালদার মানিকচক ব্লকের মথুরাপুর কাঁকরিবাধা বাণী স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ে। জানা গেছে, এই বিদ্যালয়ে রয়েছেন পাঁচ-পাঁচজন শিক্ষক। এরমধ্যে প্রধান শিক্ষক’ ছুটিতে আছেন। কিন্তু বাকি চারজন শিক্ষকের মধ্যে একজনও বুধবার নির্দিষ্ট সময়ের মধ্যে বিদ্যালয়ে আসেন নি। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে এসে যায় পড়ুয়ারা। তারা তালাবন্ধ বিদ্যালয় গেটের সামনে দীর্ঘক্ষণ বিদ্যালয় খোলার প্রতীক্ষা করতে থাকে। অবশেষে বেলা ১১টা বেজে ১০ মিনিটে একজন শিক্ষক সাইকেলে চেপে এসে হন্তদন্ত হয়ে বিদ্যালয় গেটের তালা খোলেন। আর ঠিক পরপরই আরও একজন শিক্ষক আসেন। কিন্তু বাকি দুজন শিক্ষকের দেখা মেলেনি। যা নিয়ে চাপা ক্ষোভ লক্ষ্য করা যায় অভিভাবক মহলে। যদিও এক সহকারি শিক্ষকের দাবী, প্রতিদিন এমনটা হয়না। প্রতিদিন সঠিক সময়েই বিদ্যালয় চালু হয়। আজ আজ একটু দেরী হয়ে গেছে।
Leave a Reply