দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- নিয়ন্ত্রণ হারিয়ে সরকারি বাসের পেছনে ধাক্কা ছোট গাড়ির। ঘটনায় অল্পের জন্য রক্ষা পেল ছোট গাড়ির চালক ও যাত্রীরা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে সামনে ৫১২নং জাতীয় সড়কে। ঘটনার পর পুলিশ ঘাতক গাড়ি দুটিকে উদ্ধার করে পুরো বিষয়টি খতিয়ে দেখছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন দুপুরে রায়গঞ্জ থেকে বালুরঘাট যাচ্ছিল একটি সরকারি বাস। কালদিঘী স্টপেজ বাসটি দাঁড়ায়। সেইসময় পেছন থেকে একটি সুইফ্ট গাড়ি ধাক্কা মারে বাসের পেছনে। যার জেরে ঘটে দূর্ঘটনা। এই ঘটনায় অল্পের জন্য রক্ষা পান চালক ও ২ যাত্রী। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গঙ্গারামপুর থানার ট্র্যাফিক ওসি রজত প্রধান। পুলিশ ঘাতক গাড়ি দুটিকে উদ্ধার করে পুরো বিষয়টি খতিয়ে দেখছে।
Leave a Reply