নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- বৃহস্পতিবার ফালাকাটা ব্লকের জটেশ্বর ১ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হলো জটেশ্বর সুকান্ত ভবনে। এদিনের কর্মী সম্মেলনে এলাকার কর্মী সমর্থকদের সংগঠনকে আরো মজবুত করার বার্তা দেন ব্লক নেতৃত্বরা। এদিনের ওই কর্মী সম্মেলনে ৫৭ টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। নাবাগত দের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান ফালাকাটা গ্রামীন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জয় দাস।এদিনের ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ফালাকাটা গ্রামীণ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জয় দাস, ছিলেন ফালাকাটা গ্রামীণ ব্লক আইএনটিটিইউসির সভাপতি আনন্দ খাড়িয়া, ফালাকাটা গ্রামীন ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক দেবজিৎ পাল,জটেশ্বর ১ নম্বর অঞ্চল চেয়ারম্যান হৃষিকেশ দাস, অঞ্চল সভাপতি পঙ্কজ কুমার রায়, তৃণমূল নেতা কাশেম আলী সহ ব্লক এবং অঞ্চল নেতৃত্ব।
বৃহস্পতিবার ফালাকাটা ব্লকের জটেশ্বর ১ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হলো জটেশ্বর সুকান্ত ভবনে।
![](https://www.sobkhabar.com/wp-content/uploads/2025/02/20250206_171504-scaled.jpg)
Leave a Reply