দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ছাত্রীদের পাঠ্যসূচির বাইরে অতিরিক্ত দক্ষতা গড়ে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের বালুরঘাট খাদিমপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের স্কুল কর্তৃপক্ষ শুক্রবার “আহারে বাহারে” নামে একটি খাদ্য মেলার আয়োজন করা হয়। যেখানে যেখানে ছাত্রীরা নিজেদের তৈরি ঘুগনি থেকে শুরু করে, চপ, ফুতকা সহ বিভিন্ন খাদ্য বস্তু ছাত্রীরা নিজেরাই তৈরি করে তাদের পসরা সাজিয়ে বসে। ছাত্রীদের উৎসাহিত করতে জেলা প্রশাসনের বিভিন্ন আধিকারিকরা উপস্থিত ছিলেন। এই প্রসঙ্গে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সুলভা মন্ডল বলেন এই খাদ্য মেলায় ছাত্রীরা শুধু খাবার বানানো শিখছে তাই নয়। এটার মধ্যে দিয়ে তারা দোকান সাজিয়ে বিক্রি করছে, লাভ অর্জন করছে হিসাব রাখছে এই সবকিছুর মধ্যে দিয়ে তারা ভবিষ্যৎ জীবনের একটি স্বনির্ভরতার পাঠ পাচ্ছে ।
বালুরঘাট খাদিমপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের স্কুল কর্তৃপক্ষ শুক্রবার “আহারে বাহারে” নামে একটি খাদ্য মেলার আয়োজন করা হয়।

Leave a Reply