নিজস্ব সংবাদদাতা, মালদা—-বিধানসভা নির্বাচনের আগে ফের ব্রিজ নির্মাণের আশ্বাস বিধায়কের। স্থানীয়দের দাবি মেনে শনিবার দুপুরে তুলসীহাটায় পরিদর্শনে এলেন চাঁচলের বিধায়ক নীহাররঞ্জন ঘোষ ও জেলা পরিষদের ইঞ্জিনিয়ার একরামুল হক। হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের ছোটপাড়ো ও ভাগবড়োল গ্রাম দুটির সংযোগ স্থল পিপল মণি ক্যানেলে ব্রিজ নির্মাণের দাবিতে এলাকার মানুষ একাধিকবার আন্দোলন করেছেন। ক্যানেলে ব্রিজ না থাকায় বর্ষায় চরম সমস্যায় পড়েন তুলসীহাটা অঞ্চলের প্রায় ১০ টি গ্রামের মানুষ। বর্ষায় বাঁশ বেঁধে তার উপর দিয়ে যাতায়াত করেন মানুষ। কেউ আবার কলার ভেলা বানিয়ে ক্যানেল পার হন। এতে অনেক সময় দুর্ঘটনা ঘটে। বর্ষায় তিন মাস ছোট বড় গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ থাকে। এলাকায় অ্যাম্বুলেন্স ও দমকল গাড়ি ঢুকতে পারে না। ছাত্রছাত্রীরাও চরম সমস্যায় পড়ে। স্থানীয় বাসিন্দা বাসারত আলি বলেন, ক্যানেলে ব্রিজের দাবি দীর্ঘদিনের। এলাকার নেতা মন্ত্রীকে একাধিকবার জানিয়েছি। ভোটের সময় শুধু আশ্বাস দেন। কোনও কাজ হয়নি। বিধায়ক নীহাররঞ্জনকে জানানোর পর তিনি এদিন পরিদর্শনে আসেন। শীঘ্রই ব্রিজ নির্মাণের আশ্বাস দেন বিধায়ক। বলেন, জেলা পরিষদের ইঞ্জিনিয়ারকে সঙ্গে নিয়ে পরিদর্শন করলাম। জেলায় জানানো হবে। শীঘ্রই ব্রিজের কাজ শুরু হবে। জেলা পরিষদের ইঞ্জিনিয়ার একরামুল হক বলেন, মাপজোখ করা হল। প্রায় ২০ ফুট লম্বা ব্রিজের প্রয়োজন। জেলায় প্রস্তাব পাঠাব। এস্টিমেট ধরা হবে।
বিধানসভা নির্বাচনের আগে ফের ব্রিজ নির্মাণের আশ্বাস বিধায়কের।

Leave a Reply