পঃ মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- প্রায় দুই দশক পর, ভারতীয় জনতা পার্টি (BJP) দিল্লি বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছে। এই ঐতিহাসিক জয়ের উদযাপন দিল্লি ছাড়িয়ে মেদিনীপুর শহর পর্যন্ত বিস্তৃত হয়েছে ।
আজ শনিবার সন্ধ্যায়, মেদিনীপুর শহরের বিজেপি নেতা ও কর্মীরা মেদিনীপুর শহরের বটতলা চক থেকে একটি বিজয় মিছিল বের করে। দলীয় সদস্যরা আতশবাজি ফাটিয়ে, গেরুয়া রঙের আবির (গুঁড়ো রঙ) খেলে এবং স্থানীয় লোকজনের সঙ্গে লাড্ডু বিতরণ করে আনন্দে মেতে ওঠে।
বিজেপি মণ্ডল সভাপতি দেবাশীষ দাস বলেন, “এই জয় কেবল দিল্লির নয়; এটি আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে আমাদের জয়ের দিকে একটি পদক্ষেপ। এটি কেজরিওয়ালের বিরুদ্ধে একটি জয় । মানুষ মিথ্যাচারের জবাব দিয়েছে।”
Leave a Reply