নিজস্ব সংবাদদাতা, গঙ্গারামপুর: নেশার ঠেক ভাঙতে উদ্যোগ নিলো গ্রামবাসীরা।ব্রাউন সুগার কিনতে এসে গ্রামবাসীদের হাতে পাকড়াও দুই যুবক। ঘটনায় দুই যুবককে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিলো গ্রামবাসীরা। মঙ্গলবার এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় গঙ্গারামপুর থানার ধলদিঘি পুরাণপাড়া এলাকায়।
ঘটনার পর দুই যুবককে আটক করে পুরো বিষয়টি খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ।
স্থানীয় সূত্রে খবর,ধলদিঘি পুরাণপাড়া এলাকার কিছু অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরেই এলাকায় নেশার সামগ্রী বিক্রি করে আসছে। যার কারণে নষ্ট হচ্ছে এলাকার পরিবেশ,বাড়ছে চুরি ছিনতাইয়ের মতো ঘটনা। এমতো অবস্থায় এলাকায় সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে অভিযানে নামে এলাকার বাসিন্দারা। সেইমতো সোমবার ব্রাউন সুগার কিনতে আসা ৮জনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন গ্রামবাসীরা। পাশাপাশি মঙ্গলবার ফের দুই যুবক ব্রাউন সুগার কিনতে এলে তাদেরকেও আটক করে পুলিশের হাতে তুলে দেন গ্রামবাসীরা।এদিকে এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। ঘটনায় পুলিশ উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করছে না বলেও ক্ষোভ দেখান গ্রামবাসীরা। এই বিষয়ে গ্রামবাসীরা জানান।
Leave a Reply