বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা : এক দশক আগের নৃশংস হত্যাকাণ্ডে ছয় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল দক্ষিণ দিনাজপুর জেলা আদালত। ২০১৪ সালের ১২ জানুয়ারি বালুরঘাট এয়ারপোর্ট এলাকা থেকে রামপ্রসাদ হালদার নামে এক ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। তদন্তে উঠে আসে, পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়েছিল।
ঘটনার পর বালুরঘাট থানায় IPC-র ৩০২, ৩৪ ধারায় মামলা দায়ের হয় শ্যামল হাঁসদা, রাকেশ দাস, রঞ্জিত বিশ্বাস, জয়দেব দাস, আনন্দ নুনিয়া ও সুরদীপ দাসের বিরুদ্ধে। মামলার শুনানি চলাকালীন অভিযুক্ত প্রবীর শীলের মৃত্যু হয়, ফলে বাকিদের বিচার চলে।
সোমবার, দক্ষিণ দিনাজপুর জেলা আদালতের ADJ থার্ড কোর্টের বিচারক মনোজ কুমার প্রসাদ ছয়জনকেই দোষী সাব্যস্ত করেন। সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী জানান, মঙ্গলবার আদালত তাদের শাস্তির পরিমাণ ঘোষণা করবে। রায়ের পর মৃতের পরিবার ন্যায়বিচার পাওয়ার আশায় স্বস্তি প্রকাশ করেছে।
Leave a Reply