নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ফের পদ্ম শিবিরে বড় ভাঙন ফালাকাটায়। সোমবার সন্ধ্যায় বিজেপি ও সিপিআইএম ছেড়ে তৃণমূলে যোগ দিলেন ৩৭টি পরিবার। ফালাকাটা টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভব্রত দে-এর হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেন তাঁরা। ফালাকাটায় বিজেপি কর্মীদের এমন যোগদানে উচ্ছ্বসিত ঘাসফুল শিবিরের কর্মীরা। এবিষয়ে ফালাকাটা টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভব্রত দে জানান, “বিজেপির ৩৫টি এবং সিপিএম থেকে ২টি মোট ৩৭ টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। আগামীতে প্রচুর সংখ্যক বিজেপি কর্মী সমর্থক তৃণমূলে যোগ দেবেন।”
ফের পদ্ম শিবিরে বড় ভাঙন ফালাকাটায়।

Leave a Reply