নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর:- পৌরসভা সংলগ্ন গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা পৌরসভার পানীয় জলের ট্যাপ থেকে জল নিতে গেলে, পৌরসভার বাসিন্দাদের হাতে প্রহৃত হন গ্রাম পঞ্চায়েতের এক বাসিন্দা। অভিযোগ, গতকাল পৌরসভার ট্যাপ কল থেকে জল নিতে গেলে, বালুরঘাট পৌরসভার মাস্টারপাড়া এলাকার মহিলারা মারধর করেছেন ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের বৈদ্যনাথ পাড়ার বাসিন্দা স্বপ্না মালি নামে এক বয়স্ক মহিলাকে। এ বিষয়ে গতকালই বালুরঘাট থানায় অভিযোগ জানানো হয়েছে। আরো অভিযোগ, এ বিষয়ে পুলিশ কোন পদক্ষেপ না নেওয়ায়, এদিন ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের বৈদ্যনাথ পাড়া এলাকার একদল মহিলারা বালুরঘাট থানায় এসে বিক্ষোভ দেখায়। তাদের দাবি, দোষীদের উপযুক্ত শান্তি দিতে হবে। পাশাপাশি তাদের এলাকায় পানীয় জলের সুব্যবস্থা করারও দাবি জানান মহিলারা।
পৌরসভা সংলগ্ন গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা পৌরসভার পানীয় জলের ট্যাপ থেকে জল নিতে গেলে, পৌরসভার বাসিন্দাদের হাতে প্রহৃত হন গ্রাম পঞ্চায়েতের এক বাসিন্দা।

Leave a Reply