পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- তমলুকের খামারচক হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক গ্রেফতার। মঙ্গলবার তমলুক আদালতে তোলা হলে বিচারক দশ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দেন। অভিযোগ ছিল কোন পরীক্ষা ছাড়াই ২০০৯ সালে স্কুলে নিয়োগ করা হয়েছিল এবং ২০১৯ সাল থেকে নিয়মিত শিক্ষক হিসেবে বেতন পেতেন ওই স্কুলের শারীরিক চর্চা বিভাগের শিক্ষক। সম্প্রতি শিক্ষকদের নথি ভেরিফিকেশন করার সময় অয়নকুমার দাস ‘ভুয়ো’ শিক্ষক হিসেবে ধরা পড়ে। জেলা বিদ্যালয় পরিদর্শক (সেকেন্ডারি) পলাশ রায় গত ৬ মার্চ তমলুক থানায় এফআইআর করেন।
উল্লেখ্য, গত বছর শুভেন্দু হাটুয়া নামে খামারচক হাইস্কুলে আরও এক ‘ভুয়ো’ শিক্ষক গ্রেপ্তার হন। সেই সময় গ্রেপ্তার হয়েছিলেন এই প্রধান শিক্ষক অশোককুমার হাটুয়াও। সেইসঙ্গে ওই ঘটনায় গ্রেপ্তার হয়েছিলেন প্রাক্তন ডিআই (সেকেন্ডারি) চাপেশ্বর সর্দার। কয়েক মাস জেল খাটার পর চাপেশ্বরবাবু এবং অশোকবাবু জামিন পান। ফের ভুয়ো শিক্ষক নিয়োগের ঘটনায় সিআইডি-র হাতে ধরা পড়লেন খামারচক হাইস্কুলের সদ্য অবসর নেওয়া প্রধান শিক্ষক। মঙ্গলবার তাকে তমলুক আদালতে তোলা হলে বিচারক ১০ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দেন।
এ বিষয়ে অশোক কুমার হাটুয়ার আইনজীবী শুভেন্দু বেরা বলেন, ২০০৯ সালে শিক্ষক নিয়োগ সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে অশোক বাবুকে গ্রেফতার সিআইডি। আজ বিচারকের কাছে জামিন চাইলেও বিচারক জামিন নাকচ করে দশ দিনের সিআইডি হেফাজতে নির্দেশ দিয়েছেন।
Leave a Reply