দুর্গাপুর, নিজস্ব সংবাদদাতা:- দুর্গাপুরের বিধান নগরের খয়রাসোলের ঈদগারে ঈদের নামাজ পাঠ হলো। সকালথেকেই ঈদ উপলক্ষে বহু মানুষ জমাযেত হন। পবিত্র ঈদের নামাজ পাঠ উপলক্ষে দুর্গাপুর নিউ টাউনশিপ থানার পক্ষ থেকে মৌলবীদের হাতে তুলে দেওয়া হয় ঈদের উপহার স্বরূপ ফল ও মিষ্টান্ন। নিউ টাউনশিপ থানার বিধান নগর ফাঁড়ির পক্ষ থেকে নামাজ আদায়কারীদের হাতে তুলে দেওয়া হয় পুস্তক ও ঈদের উপহার। পবিত্র রমজান মাসের শেষে খুশির ঈদে একে অপরের সঙ্গে কোলাকুলি করেন প্রত্যেকে। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে।
দুর্গাপুরের বিধান নগরের খয়রাসোলের ঈদগারে ঈদের নামাজ পাঠ হলো।

Leave a Reply