ময়নার বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠ স্কুলের এক যগে ১৩ জন শিক্ষকে চাকরি বাতিল, বিপাকে স্কুল কর্তৃপক্ষ।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  ময়নার বলাইপণ্ডা এলাকার ময়না বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠ গার্লস স্কুলের মোট ছাত্রী সংখ্যা ১৭০০ জন। শিক্ষক-শিক্ষিকা সহশিক্ষক মিলে মোট ৩৩জন। শূন্যপদ ছিলো ১০ টি।আর আজ সুপ্রিম কোর্টের রায়ের পর ১৩ জন শিক্ষক শিক্ষিকা চলে যাওয়ায় বিপাকে পড়েছেন প্রধান শিক্ষিকা মধুমিতা ভঞ্জ মন্ডল। প্রধান শিক্ষিকা বলেন আমাদের স্কুলের ছাত্রীদের সংখ্যা অনেক, এক যোগে এত জন শিক্ষক চলে যাওয়ায় আমরা স্কুল চালাবো কি করে। এতগুলো ক্লাস নেব কি করে। চিন্তিত স্কুল কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *