স্মরণে উপমহাদেশে আয়ুর্বেদী চিকিৎসার অন্যতম পথিকৃৎ যোগেশচন্দ্র ঘোষ।।।

যোগেশ চন্দ্র ঘোষ একজন বিখ্যাত আয়ুর্বেদ শাস্ত্র পণ্ডিত এবং শিক্ষাবিদ। তিনি সাধনা ঔষধালয়ের প্রতিষ্ঠাতা। তিনি আয়ুর্বেদ শাস্ত্রের উপর অনেক বই লিখেছেন। যোগেশ চন্দ্র ঘোষ ১৮৮৭ সালে শরীয়তপুরের গোঁসাইরহাট গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯০২ সালে ঢাকার কেএল জুবিলি স্কুল থেকে এন্ট্রান্স পাস করেন।

১৯০৪ সালে জগন্নাথ কলেজ থেকে এফএ পাস করেন। এরপর ১৯০৬ সালে কোচবিহার কলেজ থেকে বিএ পাস করেন। এবং ১৯০৮ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে M.A. পাশ করেন। তিনি ১৯০৮ থেকে ১৯১২ সাল পর্যন্ত ভাগলপুর কলেজে এবং ১৯১২ থেকে 1948 সাল পর্যন্ত জগন্নাথ কলেজে রসায়ন বিষয়ে অধ্যাপনা করেন। ১৯৪৭-১৯৪৮ সাল পর্যন্ত জগন্নাথ কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৪৮ সালে শিক্ষকতা পেশা থেকে অবসর গ্রহণ করেন। যোগেশ চন্দ্র লন্ডন কেমিক্যাল সোসাইটির একজন ফেলো (১৯১১-১৯৭১) এবং আমেরিকার কেমিক্যাল সোসাইটির সদস্য ছিলেন। ১৯৭১ সালের ৪ এপ্রিল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ফার্মেসির সদর দপ্তরে নিজ কার্যালয়ে পাকিস্তানি সেনারা গুলি করে হত্যা করে।
অবদান–
যোগেশচন্দ্র ঘোষ 1914 সালে ঢাকায় একটি আয়ুর্বেদিক ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান সাধনা ঔষধালয় প্রতিষ্ঠা করেন। তাঁর গবেষণা ও সাধনার ফলস্বরূপ, বাংলাদেশে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধ প্রস্তুত পদ্ধতি আধুনিক মানদণ্ডে উন্নীত হয়। তিনি রোগের কারণ ও লক্ষণ, আয়ুর্বেদিক চিকিৎসার তত্ত্ব এবং এর প্রয়োগ নিয়ে অনেক বই লিখেছেন।
বই–
বাংলা– গৃহ-চিকিৎসা, চর্ম ও সাধারণ স্বাস্থ্য বিধি, চক্ষু-কর্ণ-নাসিকা ও মুখরোগ চিকিৎসা, আমরা কোন পথে, আয়ুর্বেদ ইতিহাস, অগ্নিমান্দ্য ও কোষ্ঠাবদ্ধতা, আরোগ্যের পথ।
ইংরেজি— Text Book of Organic Chemistry (টেক্সট বুক অব অর্গানিক কেমেস্ট্রি), Simple Geography (সিম্পল জিওগ্রাফি), Simple Arithmetic (সিম্পল আরিথমেটিক), Whither Bound Are We (উইদ্বার বাউন্ড আর উই), Home Treatment (হোম ট্রিটমেন্ট),।
মৃত্যু-
এপ্রিল ৪, ১৯৭১ সালে তিনি প্রয়াত হন। ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে নিহত হন।

।। তথ্য : সংগৃহীত উইকিপিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইট।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *