নিজস্ব সংবাদদাতা, মালদাঃ—–-জহুরা, বাসুলী,মহামায়া,তিন মায়ের পুজো ঘিরে জমজমাট ঋষিপুর অঞ্চলের কালিতলা এলাকায়।বাংলা পহেলা বৈশাখ প্রথম মঙ্গলবার মহা ধুমধামে পূজিত হচ্ছে জহুরা বাসলী মহামায়া তিন মায়ের এক সাতে মন্দিরে পুজো ঘিরে ভক্তদের ভিড় সকাল থেকে। ভক্তরা জানিয়েছেন এই মায়ের কাছে যে যা চায় তার আশা পূর্ণ করে।এই পুজো রাজু শীল এর বাড়িতে হলেও আজ মায়ের আশীর্বাদে ভক্তদের ভীর। আশা পূর্ণ হতে বৈশাখের প্রথম মঙ্গলবার ভক্তরা মান্তি পূরণ করতে ভীড় জমিয়েছে। মালদা জেলা সহ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর সহ বিভিন্ন জায়গা থেকে ভক্তদের মানতি পূরণ করতে এসে ভীর জমিয়েছে বক্তারা বলেন জহুরা বাসুলী মহামায়া এই তিন রুপের মায়ের পুজো হয়। এই মায়ের কাছে যে যা বাসনা করে তা পূর্ণ হয়। তাই এদিন কেউ দান করেছে ঢাক কেউ বা ছাগল এবং সোনা দানা,শাড়ি সহ বিভিন্ন জিনিস মায়ের মন্দিরে উৎসর্গ করতে দেখা গিয়েছে।
জহুরা, বাসুলী,মহামায়া,তিন মায়ের পুজো ঘিরে জমজমাট ঋষিপুর অঞ্চলের কালিতলা এলাকায়।

Leave a Reply