দুইদিন দিবারাত্রিব্যাপী বালুরঘাটের খাদিমপুর হাই স্কুল (উ: মা:) – এর প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে সাংবাদিকদের নিয়ে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- আগামী ১৯শে এপ্রিল শনিবার এবং ২০শে এপ্রিল রবিবার দুইদিন দিবারাত্রিব্যাপী বালুরঘাটের খাদিমপুর হাই স্কুল (উ: মা:) – এর প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে স্কুলের পরিচালনায় ও ব্যবস্থাপনায় নেতাজি স্পোর্টিং ক্লাব ময়দানে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। আজ ১৬ই এপ্রিল বুধবার দুপুরে সেই ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্স ট্রফির আবরণ উন্মোচন উপলক্ষ্যে বালুরঘাট খাদিমপুর হাই স্কুলের গ্রন্থাগারে জেলার সকলস্তরের সাংবাদিকদের নিয়ে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। সেই ফুটবল টুর্নামেন্টে বালুরঘাট খাদিমপুর হাই স্কুল, কুমারগঞ্জ হাই স্কুল, পতিরাম হাই স্কুল ও কাদিহাট বেলবাড়ী হাই স্কুল দক্ষিণ দিনাজপুর জেলার এই চারটি স্কুল অংশগ্রহণের পাশাপাশি রায়গঞ্জের এস ডি পি ইউ বিদ্যাচক্র, কালিম্পঙের স্কটিশ ইউনিভার্সিটিস মিশন ইনস্টিটিউশন, শিলিগুড়ির হেবরণ স্কুল ও মালদার গাজোলের হাতিমারি হাই স্কুল অংশগ্রহণ করবে। আজকের এই সাংবাদিক বৈঠকে বালুরঘাটের খাদিমপুর হাই স্কুলের (উ: মা:) প্রধান শিক্ষক তথা প্ল্যাটিনাম জয়ন্তী উৎসব কমিটির সম্পাদক তমাল চক্রবর্তী, উৎসব কমিটির কার্যকরী সভাপতি দিব্যেন্দু মজুমদার এবং স্টিয়ারিং কমিটির সভাপতি মধুসূদন ভট্টাচার্য্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *